Breaking
29 Dec 2025, Mon

কল্যাণী বি-ব্লকে একটি গৃহস্থের বাড়ি লক্ষ্য করে চললো পরপর ৫ রাউন্ড গুলি!

জেএনএফ ওয়েব ডেস্ক :- কল্যাণী বি-ব্লকে একটি গৃহস্থের বাড়ি লক্ষ্য করে চললো পরপর ৫ রাউন্ড গুলি। যদিও এই গুলিতে কোনও হতাহতের খবর নেই। তথাপি ওই পরিবারের সবাই আতঙ্কে আছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণীর বি ২-ব্লকের ৩৩৯ নম্বর বাড়িতে।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘ তিরিশ বছর ধরে এখানে সপরিবারে বাস করছেন পার্থপ্রতিম মজুমদার। গতকাল রাতে ঘরেই ছিলেন শিক্ষিকা স্ত্রী কল্পনা মজুমদার ও মেয়ে ঈশানী। হঠাৎই তাঁরা শুনতে পান কয়েকটি শব্দ। ছুটে গিয়ে দেখতে পান জানলায় কয়েকটি ছিদ্র। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থল বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল দেখে পুলিশ আতঙ্কিত ওই পরিবারকে আশ্বস্ত করে যান বলে জানিয়েছেন মেয়ে ঈশানী। যদিও পুলিশ সূত্রে জানা যায় ওই বাড়িতে চলা গুলি এয়ারগানের গুলি। তবে কে বা কারা এই এয়ারগানের গুলি চালিয়েছে তার তদন্তে নেমেছে কল্যাণী থানা।

Developed by