Breaking
8 Dec 2025, Mon

কলেজ ভোটের আগে ঝাড়গ্রাম জেলায় টিএমসিপিতে দায়িত্ব বাড়ল আর্য ঘোষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কলেজ ভোটের আগে ঝাড়গ্রাম জেলায় টিএমসিপিতে দায়িত্ব বাড়ল আর্য ঘোষের। ঝাড়গ্রাম জেলার টিএমসিপির বর্তমান কার্যকরী সভাপতি আর্য ঘোষ। গত দু’দিনের দলের সাংগঠনিক বৈঠকের শেষে দায়িত্ব বাড়ানো হল আর্যর। শনি ও রবিবার দু’দিন ধরে জেলায় ১০টি কলেজের পড়ুয়াদের নিয়ে টিএমসিপির বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন টিএমসিপির রাজ্যের সাধারণ সম্পাদক তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক শুভাশিষ চক্রবর্তী। ঝাড়গ্রাম জেলায় টিএমসিপি সংগঠনকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। টিএমসিপির রাজ্যের সাধারণ সম্পাদক তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক শুভাশিষ চক্রবর্তী বলেন,‘জেলার কার্যকরী সভাপতি আর্য ঘোষকে ঝাড়গ্রাম বিধানসভা এলাকার টিএমসিপি সংগঠনের জন্য সভাপতির বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।’

Developed by