Breaking
11 Dec 2025, Thu

কলেজের পঠন ও অনলাইন ক্লাসের দাবিতে অনশন

কলেজে পঠন পাঠন ও অনলাইন ক্লাসের দাবিতে কলেজের মূল ফটকের সামনে প্লাকেট হাতে অনশনে বসলো এক ছাত্র। দীর্ঘদিন শিক্ষকদের অনুপস্থিতির কারণে পঠন-পাঠন শিকেয় উঠেছে। ফলে পঠন-পাঠনের দাবিতে গেটের সামনে বসে অনশন বিক্ষোভ শুরু করলেন পড়ুয়া। ছাত্রের নাম অমিত বিশ্বাস। বাড়ি বেতাই দক্ষিণ জিতপুর এলাকায়। ঘটনাটি নদীয়ার তেহট্টের বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজের। আন্দোলনকারী ওই পড়ুয়া এই কলেজের বি.এ ইতিহাসের অনার্সের ছাত্র। যদিও এখনো পর্যন্ত কলেজের সামনে বসে অনশন চালিয়ে গেলেও কলেজের কোন কর্তৃপক্ষ দেখা মেলেনি।

Developed by