Breaking
18 Dec 2025, Thu

কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত প্রধান হলেন সেলিনা পারভিন

জেএনএফ ওয়েব ডেস্ক:-কোলকাতা হাই কোর্টের নির্দেশে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হলেন সেলিনা পারভিন।।  উল্লেখ গত ৮ সেপ্টেম্বরের প্রধানের বিরুদ্ধে তলবি সভা ডেকে ছিলেন ব্লক প্রশাসন। বুধবার পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সেলিনা পারভিন। পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১১। উল্লেখ ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬ টি, ও নির্দল ৫ আসন পায়। নির্দল থেকে এক সদস্য কে নিয়ে প্রধান গঠন করে তৃণমূল কংগ্রেস। নির্দল থেকে  সনজিদা নাজকে প্রধান করা হয়। আজ হাই কোর্টের নির্দেশে সনজিদা নাজকে সরিয়ে নতুন প্রধান করা হল সেলিনা পারভীনকে। আট জন সদস্যের সমর্থনে আজ প্রধান হলেন তিনি  জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এর সঙ্গে নবনিযুক্ত প্রধান উপপ্রধান সহ মেম্বাররা সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কানাইলাল আগরওয়াল এর নতুন প্রধান কে স্বাগতম জানানো হচ্ছে দলের পক্ষ থেকে এবং তিনি আরো বলেন পুরনো প্রধানকে সরিয়ে আজ নতুন প্রধান গঠন হয়েছে এবং এর জন্য শুভেচ্ছা যারা নতুন হয়েছেন তার সঙ্গে তিনি বলেন পুরনো প্রধান যদি কোন অন্যায়ের সঙ্গে থাকে তা সেটা বলতে পারবেন যারা ছড়িয়েছেন যে সব মেম্বাররা তারাই জেলা সভাপতি আজ তাদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে মিষ্টি মুখ করেন

Developed by