Breaking
14 Dec 2025, Sun

কলকাতায় দূষণ বাড়ছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কলকাতায় বাড়ছে দূষণ। লোকসভায় লিখিতভাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। সেখানে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালের পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, উল্লিখিত তিন বছরে দূষণ সৃষ্টিকারী পিএম ১০ এবং পিএম ২.৫ এর হার কলকাতায় মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে কলকাতায় পিএম ১০ এর হার যথাক্রমে ১১৩, ১২০ এবং ১৪৮। উল্লিখিত সময়ে পিএম ২.৫ এর হার কলকাতায় দাঁড়িয়েছে ৭০, ৭১ এবং ৮৬। যদিও দূষণের ক্ষেত্রে আসানসোলের পরিস্থিতি কিছুটা ভালো বলেই উল্লেখ করা হয়েছে ওই তথ্যে। তবে শুধুমাত্র পিএম ১০ এবং পিএম ২.৫ এর ক্ষেত্রেই নয়, এসও ২ এবং এনও ২ এর ক্ষেত্রেও কলকাতার পরিস্থিতি খারাপ।

Developed by