Breaking
28 Jan 2026, Wed

কর্মসংস্থান ও রোজগার সৃষ্টির দাবিতে ঝাড়গ্রামের DM-র মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জঙ্গলমহল স্বরাজ মোর্চার

জেএনএফ,ঝাড়গ্রাম:

পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে নিয়োগ সহ কর্মসংস্থান ও রোজগার সৃষ্টির বিষয়কে সামনে রেখে ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন প্রদান করল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যালয়ে জেলাশাসক গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত থাকায় মহকুমা শাসকের কাছে ডেপুটেশনটি জমা দেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতৃত্বরা। জানা গিয়েছে মোট ১২ দফা দাবিকে সামনে রেখেই এদিনের এই ডেপুটেশন।

Developed by