Breaking
14 Dec 2025, Sun

করোনা সংক্রমণ ঠেকাতে লাটাগুড়ির বিভিন্ন হোটেল ও রিসর্টে রাতভর অভিযান প্রশাসনের

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা ঠেকাতে হোটেল ও রিসর্টে রাতভর অভিযান।পর্যটন কেন্দ্র গুলিতে আরও কড়া হোলো প্রশাসন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে এবার আগাম সতর্ক রয়েছে প্রশাসন। ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ।
সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে হোটেল বা রিসর্টে থাকতে গেলে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোস এর সার্টিফিকেট অথবা ৪৮ ঘন্টার কোভিড নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে।
সেই নির্দেশ পালন হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখতে লাটাগুড়ির বিভিন্ন হোটেল ও রিসর্ট গুলিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালালো ক্রান্তি ফাড়ির ও সি সুব্রত গুন এবং ক্রান্তি ব্লকের বি ডি ও প্রদীপ কুমার সিনহা। এদিন রাতে তারা স্থানীয় এলাকার সবকয়টি হোটেল ও রিসর্টে থাকা পর্যটক দের নথি ক্ষতিয়ে দেখেন। তবে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি বলে খবর।

Developed by