Breaking
19 Dec 2025, Fri

করোনা ‘ম্যান-মেড’ না ‘গড-মেড’ তা জানার জন্য আন্তর্জাতিক আদালতে ই-মেল মারফত পিটিশন দাখিল করলেন পরিবেশবিদ সুভাষ দত্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
করোনা ‘ম্যান-মেড’ না ‘গড-মেড’ তা জানার জন্য আন্তর্জাতিক আদালতে পিটিশন দাখিল করলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। গত সোমবার ই-মেল মারফত এমনই অভিযোগ জানিয়ে পিটিশন করেছেন সুভাষ দত্ত।

যদিও আন্তর্জাতিক আদালতে ব্যক্তিগত কেউ মামলা করতে পারে না। সে কথা মাথায় রেখেই সুভাষ দত্ত বলেন,‘১৯৮৫ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি.এন.ভগবতী একটি পোস্ট কার্ডের উপর লেখার বিষয়কে ভিত্তি করেই জনস্বার্থ মামলা করার নির্দেশ দিয়েছিলেন। আমিও হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতে একই পদ্ধতি মেনে যাতে কোভিড-১৯ বিষয়ে আমার আবেদনটি গ্রহণ করে শুনানি করার জন্য গতকাল ই-মেল মারফত আর্জি জানিয়েছি। করোনা ম্যান-মেড না গড-মেড তা আগে নির্ধারন করা দরকার। যদি প্রথমটা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন জায়গায় করোনা রোগীরা চরমভাবে হেনস্থা হচ্ছেন। তাঁদেরকে নাকি গুলি করে মেরেও ফেলা হচ্ছে। এতে মানবাধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, যা বন্ধ হওয়াটা জরুরী। এর থেকে আন্তর্জাতিক আদালতই এখন সারা বিশ্বকে রক্ষা করতে পারে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক রাষ্ট্রবিজ্ঞানের গবেষক বিশ্বজিৎ সাউ বলেন,‘আন্তর্জাতিক আদালতে এক বা একাধিক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু এখানে ব্যক্তিগত মামলা করা যায় না। কিন্তু কোভিড-১৯ বর্তমানে সারা বিশ্বের কাছে জ্বলন্ত সমস্যা। কোভিড-১৯ ভাইরাস কে বা কারা দ্বারা তৈরি হয়েছে তা এখনও প্রমাণিত নয়। স্বাভাবিক ভাবে কোন ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে এখনই আঙুল তোলা যাচ্ছে না। তাই এই মামলাটি খারিজ হওয়ার সম্ভাবনায় সবথেকে বেশি। আর যদি এই মামলাটি বিশ্বের জনস্বার্থের কথা ভেবে গ্রহণ করা হয় তবে এটি ইতিহাসের পাতায় নজিরবিহীন ঘটনা হিসেবে সাক্ষী থাকবে।’

ছবি :ফাইল চিত্র

Developed by