Breaking
20 Dec 2025, Sat

করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন ওয়ারিয়র্সদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্মান জানানো হল

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইন ওয়ারিয়র্সদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্মান প্রদর্শন শনিবার। এদিন সদর হাসপাতালের ডি আর এস ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ দপ্তরের বিভিন্ন জনকে কোভিড ১৯ কমব্যাটান্টস মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের বৈঠক ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক, হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নষ্কর সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের হাতে মেডেল ও সংসাপত্র দেওয়া হয়। আগামীতে সাংবাদিকদেরও সম্মানিত করা হবে বলে জানান ওএসডি। তিনি বলেন, জলপাইগুড়ি জেলায় করোনা রোগীদের জন্য যথেষ্ট বেড ও স্বাস্থ ব্যাবস্থা রয়েছে। শিশুদের জন্যও বিশেষ ভাবে প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সদর হাসপাতালের অক্সিজেন প্লান্টের কাজ দ্রুতগতিতে চলছে বলে জানান ডক্টর রায়। এদিন জেলার কোভিড পরিস্থিতি নিয়েও তথ্যচিত্র রূপে তুলে ধরা হয়।

Developed by