Breaking
18 Dec 2025, Thu

করোনা ভাইরাসের জের, আগামী কাল ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম সহ রাজ্যের সমস্ত চিড়িয়াখানা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা ভাইরাসের জের, আগামী কাল ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম সহ রাজ্যের সমস্ত চিড়িয়াখানা। আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও পুর্বাসন কেন্দ্রের পশু-পাখিদের মেনুতে কাঁচা মাংস। আবাসিকদের উপর। কারণ তাতে নিষেধাজ্ঞা জারি করেছিল সেন্ট্রাল জু অথরিটির। আলিপুর জু,ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, বেঙ্গল সাফারি,দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুওলজিকাল পার্ক ও দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে বন্ধ রয়েছে চিকেন। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হলেচ্চি বলেন,’আগামী কাল ১৭ তারিখ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক বন্ধ থাকবে। পরবর্তী নতুন নির্দেশিকা এলে জানানো হবে কবে ফের খোলা হবে পার্ক।’

Developed by