Breaking
14 Dec 2025, Sun

করোনা পরিস্থিতির জেরে ডিজিটাল মার্কশিট হাতে পাবে CBSE পড়ুয়ারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবছর পড়ুয়াদের ডিজিট্যাল মার্কশিট দেবে CBSE।
করোনা পরিস্থিতির মধ্যেই ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করতে চলেছে সিবিএসই। তবে এবার ডিজিট্যালি মার্কশিট পড়ুয়াদের দেবে বোর্ড। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএসে পাঠানো হবে একটি লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে রোল নম্বর ও সিকিউরিটি পিন দিলেই মার্কশিট দেখতে পাবে পড়ুয়ারা। পরীক্ষার্থীদের রোল নম্বরের শেষ ৬টি নম্বর হল সিকিউরিটি পিন।

Developed by