Breaking
18 Dec 2025, Thu

করোনায় ‘কো-মর্বিডিটি’ হয়ে অকাল প্রয়াণ ঘটল ঝাড়গ্রাম জেলার ডেপুটি সিএমওএইচ-২ সুবোধ মণ্ডলের


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনায় ‘কো-মর্বিডিটি’ হয়ে অকাল প্রয়াণ ঘটল ঝাড়গ্রাম জেলার ডেপুটি সিএমওএইচ-২ সুবোধ মণ্ডলের। ঝাড়গ্রামে তিনি ও তাঁর স্ত্রী একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রয়াত ডেপুটি সিএমওএইচ-২ সুবোধ মণ্ডলের আদি বাড়ি নদিয়া জেলার হাঁসখালিতে। চিকিৎসক সুবোধ মণ্ডল দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় জর্জরিত ছিলেন। তাঁকে ডায়ালসিসও করতে হত। অসুস্থতার জন্য বর্তমানে তিনি অফিস থেকে ‘ছুটি’তে ছিলেন।  চিকিৎসক সুবোধ মণ্ডলের হঠাৎই শ্বাসকষ্ট হওয়ায় গত ২৬ আগষ্ট ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী। সে দিন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসায় কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুবোধ মণ্ডলকে। তারপর কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় সুবোধবাবুকে। জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছিল বছর আঠান্নের সুবোধবাবুর জন্য। যদিও সোমবার দুপুরে কলকাতার ইএম বাইপাসে পিয়ারলেস হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। ইতিমধ্যে, প্রয়াত স্বাস্থ্যকর্তার স্ত্রীকে গাড়ি করে নদিয়ায় দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর। এর জেরে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরে শোকের ছায়া নেমে এসেছে। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

Developed by