Breaking
10 Dec 2025, Wed

করোনার তৃতীয় ঢেউ আসছে নিজেকে শুধরে নিন ; ডাঃ সুশান্ত কুমার রায়

জেএনএফ ওয়েব ডেস্ক:- মাস্ক মুখে না লাগিয়ে থুতনিতে ঝুলিয়ে ঘুরছেন, থার্ড ওয়েভ আসছে করোনার। নিজেকে শুধরে নিন,  জানালেন, ডাঃ সুশান্ত কুমার রায়। করণার তৃতীয়  ঢেউ নিয়ে ফের আশঙ্কা  প্রকাশ করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি  ডক্টর সুশান্ত কুমার রায়। মঙ্গলবার ওএসডি বলেন, বরাবরই আমরা আই এম এর পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছি। যেভাবে শহরগুলিতে ভিড় বাড়ছে তা সত্যিই একটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজারে অযথা অনেকেই ভিড় করছেন। মাস্ক সঠিকভাবে পড়ছেন না। অনেকে মাস্ক পড়ছেন। তাও আবার থুতনির নিচে নামিয়ে রাখছেন। এসব করা একদমই ঠিক নয়। তৃতীয় ঢেউ আসার আগে স্বাস্থ্যবিধি ও নিয়ম বিধি মেনে চলাচল সকলের করা উচিত বলে জানান ডক্টর রায়।

Developed by