Breaking
8 Dec 2025, Mon

করোনার জেরে ক্যাডবেরির ২৫ শতাংশ উৎপাদন কমল !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতিতে পণ্যের উৎপাদন হ্রাস করতে চায় ক্যাডবেরির অভিভাবক সংস্থা মন্ডেলেজ। ২৫ শতাংশ উৎপাদন হ্রাস করতে চায় তারা। এক সাক্ষাৎকারে মন্ডেলেজের চিফ এক্সিকিউটিভ ড্রিক ভ্যান দে পুট বলেন, ‘আমাদের নানা স্বাদের বহু পণ্য আছে। সেই সংখ্যা হ্রাসের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়। সেই পদক্ষেপ করার এটি সঠিক সময়।’ যদিও কোনও ব্র্যান্ড সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে না।

Developed by