Breaking
19 Dec 2025, Fri

করোনার কাঁটায় আটকে  মাছ ধরার জাল ব্যাবসায়ীরা

জেএনএফ ওয়েব ডেস্ক :-  করোনার কাটায় আটকে মাছ ধরার জাল ব্যাবসায়ীরা। বর্ষা মৌসুম শুরু হতেই প্রতিবারের মত এবারও মাছ ধরার রকমারী জাল নিয়ে গৌরী হাটে হাজির জাল বিক্রেতারা। কিন্তু এবার সেরকম বৃষ্টি না হওয়ায় বিক্রি হছে না মাছ ধরার জাল। এতে সমস্যায় পড়েছেন জাল ব্যাবসায়ীরা। হাটে জাল বিক্রেতা এক ব্যাবসায়ী বলেন, জালের ব্যাবসায় পুজি লাগিয়েছি । কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবার হাটে সেভাবে লোক জন হাটে আসছে না। গতবার এই সময় অনেক জাল বিক্রি করেছি। এবার একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে বৃষ্টি বেশী না হওয়ায় তেমন জাল বিক্রি হচ্ছে না। অপেক্ষায় আছি বাকি দিনগুলির অপেক্ষায় বলে জানান জাল ব্যবসায়ী।

Developed by