Breaking
8 Dec 2025, Mon

কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝরল রক্ত!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে কপাল থেকে ঝরল রক্ত! নাক বেয়ে সেই রক্ত গড়িয়ে পড়ছে এমনই ছবি ভাইরাল হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তবে কিভাবে তিনি কপালে চোট পেলেন তা এখনও জানা যায়নি। হাসপাতালের বেডে শুয়ে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ও নাক থেকে রক্ত বের হচ্ছে সেই ছবি সামনে এসেছে। এমনকি তৃণমূলের ফেসবুক পেজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি পোস্ট করে লেখা হয়েছে,’আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা।’

Developed by