Breaking
8 Dec 2025, Mon

কদম কানন রেলগেটের বিকল্প হিসেবে সাবওয়ে তৈরির জন্য গণস্বাক্ষর করছে সিপিআই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম কদম কানন রেলগেট দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা। রেলগেট থাকলেও উভয় প্রান্তের মানুষ যেতে অসুবিধায় পড়েন। এমনকি সরকারি অফিস থাকলেও মানুষ যেতে দেরি হয়। এর থেকে মুক্তির দাবিতে ঝাড়গ্রাম জেলার সিপিআই এর পক্ষ থেকে গণস্বাক্ষরের কাজ চলছে। রেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে গণস্বাক্ষর সম্মিলিত দাবি। মূল দাবি, কদম কানন রেলগেটের বিকল্প হিসেবে সাবওয়ে তৈরি করা।

Developed by