Breaking
16 Dec 2025, Tue

ওড়গোন্দার বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু

প্রদীপ দত্ত, জেএনএফ, শিলদা : বুধবার শিলদার ওড়গোন্দাতে বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। এদিন সকালে শিলদার ওড়গোন্দাতে প্রার্থী প্রনত টুডু উপস্থিত হন পুজো দেওয়ার জন্য। তাঁর সাথে ভৈরব ধানে উপস্থিত ছিলেন বিজেপি শিলদা মন্ডলের সভাপতি গণেশ মাহাতো, সহ শিলদা মন্ডলের বিজেপির সমস্ত বুথ সভাপতিরা ও শিলদা মন্ডলের কর্মী সমর্থকরা। এদিন প্রার্থী ভৈরব থানে পুজো দিয়ে ওড়গোন্দা মোড়ে জনসংযোগ করেন। তারপর আশাকাঁথিতে গ্রামে জনসংযোগ যাত্রা এবং দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজনও সারেন তিনি। তারপর চন্দ্রকোনা রোডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন পুজো দিয়ে প্রার্থী প্রণত টুডু বলেন, ‘আমরা সবাই ভৈরব থানে পুজো দিলাম, যাতে সাধারণ মানুষ ভালো থাকেন এবং সকল স্তরের মানুষের দীর্ঘায়ু কামনা করি। এছাড়াও আসন্ন নির্বাচনে সাফল্য লাভ করতে পারে তার জন্য মানত করলেন তিনি। পুজো দিয়ে আমরা প্রচারের উদ্দেশ্যে রওনা দেব।’

Developed by