Breaking
18 Dec 2025, Thu

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঝাড়গ্রাম টেক্সপ্রিন্ট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঝাড়গ্রামের টেক্সপ্রিন্ট। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিশেষ ছাড় ঘোষনা করেছে ঝাড়গ্রাম টেক্সপ্রিন্ট কর্তৃপক্ষ। বেড শীট, বেড কভার, বালিশ-পাশবালিশের কভার, জামা-কাপড়ের সঙ্গে সাযুজ্য রেখে কটন প্রিন্ট্রিং মাস্ক প্রভৃতি জিনিস পাবেন সহজমূল্যে। এক ছাতার তলায় রয়েছে আপনার মন পছন্দের একাধিক নজরকাড়া ডিজাইন। এরজন্য অবশ্যই আপনাকে যেতে হবে রঘুনাথপুরের টেলিফোন এক্সচেঞ্জের কাছে টেক্সপ্রিন্ট ফ্যাক্টরি অথবা ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন প্ল্যালেস প্লাজার সামনে এক্সক্লুসিভ টেক্সপ্রিন্ট কাউন্টারে। আজই যোগাযোগ করুন ৯০৬৪১২৪২৩৫ অথবা ৮৯১৮৫১১৩৬৩ নম্বরে।

Developed by