Breaking
10 Dec 2025, Wed

এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে হায়দার পাড়ায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে হায়দার পাড়ায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ। সংগঠনের লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান,’ লকডাউন চলাকালীন সমস্ত বেসরকারি স্কুল কলেজের ফি মুকুব করতে হবে ও প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য মাসে দু’বার খাদ্য সামগ্রিক দিতে হবে এবং সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না।’ গোপাল পাল আরো জানান,’লকডাউনের ফলে কাজ হারিয়েছেন বেশির ভাগ মানুষ এখনো তারা কাজে পরিপূর্ণভাবে যোগ দিতে পারেননি এই সময়ে স্কুলে ফি মুকুব করেনি বেসরকারী স্কুলগুলো। তাই তাদের দাবীগুলো না মানলে আগামী দিনে বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান গোপাল পাল।

Developed by