Breaking
13 Dec 2025, Sat

এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ঝাড়গ্রামের কন্যা ঋষিতা গিরি


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ঝাড়গ্রামের কন্যা ঋষিতা গিরি। ঝাড়গ্রাম শহরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা অঞ্জনকুমার গিরির আট বছরের কন্যা ঋষিতা গিরি। ঝাড়গ্রাম স্কুল লায়ন্স মডেল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঋষিতা। গত ২৯ ও ৩০ আগস্ট ভার্চুয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মরোক্কো, মালেশিয়া, ভারত, বাংলাদেশ, ইরান পাঁচটি দেশ। সেখানে এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয় করে ঝাড়গ্রামের আট বছরের কন্যা ঋষিতা গিরি। বাড়িতে পৌঁচ্ছায় এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম হওয়ার শংসাপত্র। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঋষিতার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি।

Developed by