Breaking
18 Dec 2025, Thu

এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নের সিল প্যাকেট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আগামীকাল শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার রাজ্যে ১০ লক্ষ ১৫ ৮৮৮ জন পরীক্ষার্থী ২৮৩৯ টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। এছর থেকে মাধ্যমিক: পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে মাধ্যমিকের প্রশ্নপত্রের সিল প্যাকেট। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় থাকবে বলেই আশ্বশ্ত করেছে পর্ষদ। জানিয়েছে , সকাল ১০.৩০টায় পরীক্ষা হলে পৌঁছাবে প্রশ্নের প্যাকেট। এরপর সকাল ১১.৪৫ মিনিটে পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সেই সিল করা প্রশ্নের প্যাকেট। এছাড়া মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনও ইলেকট্রনিক্স গেজেড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে। পরীক্ষার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেটি চালু থাকবে দিনরাত। নম্বরটি হল- ০৩৩-২৩৫৯-২২৬৪ / ২২৭৪।

Developed by