Breaking
8 Dec 2025, Mon

এবার দার্জিলিং সফরেও লাগবে করোনার রিপোর্ট !

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা আবহে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছিল পর্যটন শিল্প। পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে এই শিল্প। ব্যাপক ক্ষতি হয় পর্যটন ব্যাবসায়ীদের। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই পর্যটকরা বেড়ানো শুরু করে দেন। সাগর থেকে পাহাড় সব জায়গায় পর্যটকদের ভীড় উপচে পড়ে। অভিযোগ পর্যটকরা বাইরে থেকে এলেও তারা করোনা বিধি না মেনে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আর তাই দার্জিলিং জেলায় সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এতেই সতর্ক হয়ে যায় প্রশাসন। এই সংক্রমণ রুখতে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম বিভিন্ন এলাকার মহকুমাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকেই সিদ্ধান্ত হয় পর্যটকরা এবার থেকে পাহাড়ে আসতে গেলে তাদের দুটো টিকা বাধ্যতামুলক নইলে ৭২ঘন্টা আগে তাদের করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ শংসাপত্র আনতে হবে। প্রশাসনিক সূত্রে খবর পাহাড়ে যাওয়ার সময় ত্রিবেণীতে থার্মাল স্ক্রিনিং করা হবে। এছাড়াও হোটেলে ঢোকার সময়ও থামার্ল স্ক্রিনিং করা হবে। সংক্রমণ কমাতেই প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। কারণ বিশেষজ্ঞদের মতে দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। তাই প্রশাসন অতি সতর্কতার সাথে তা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

Developed by