Breaking
16 Dec 2025, Tue

এবছরও করোনা আবহের কারণে অনাড়াম্বরে জলপাইগুড়ির গৌড়ীয়মঠে পালিত হল রথযাত্রা

জেএনএফ ওয়েব ডেস্ক:- যদিও সকাল থেকেই সমস্ত বিধি-নিষেধ মেনে মন্দির চত্বরের ভেতরেই পালিত হয় রথ উৎসব। বাইরের দর্শনার্থীদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে দর্শন করে ভক্তবৃন্দরা। প্রশাসনিক সহযোগিতায় যাবতীয় কোভিড বিধি মেনে আজ গৌড়ীয়মঠে ভক্ত সমাগম ঘটে এবং পূজার্চনা চলে। সবটাই করা হয় বিধিনিষেধের ওপর গুরুত্ব আরোপ করেই। গতবছরের মতো এবছরও জলপাইগুড়ির গৌড়ীয়মঠে বিধিনিষেধসহ রথযাত্রা পালিত হয়।

Developed by