Breaking
19 Dec 2025, Fri

‘এনআরএসে যাঁরা চিকিৎসকদের মেরেছে তাঁরা জামাতের লোক’ : দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়ায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে সংবর্ধনা দেয় ঝাড়গ্রাম জেলা বিজেপি। ওই সভায় চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মঞ্চ থেকে বলেন,‘এনআরএসে যাঁরা চিকিৎসকদের মেরেছে তাঁরা জামাতের লোক। গত বছর কলকাতায় যারা হাসপাতাল ভেঙেছিল তাঁরাও জামাতের লোক। গোটা পশ্চিমবঙ্গে জামাত, সিমি, আল কায়দার লোক দাপিয়ে বেড়াচ্ছে। জেলায় জেলায় বোমার কারখানা, বন্দুকের কারখানা ও বোমা বিস্ফোরণ হচ্ছে। জামাতের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। এখানে ভোটার কম পড়েছে। তাই বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রেবশকারী ও রোহিঙ্গাদের নিয়ে আসছেন। জামাত ও সিমি লোকদের নিয়ে আসছেন। এখন আমাদের সঙ্গে মারপিটে আর পারছেন না, তাই সিমি, জামাত, আলকায়দা উগ্রপন্থীদের নিয়ে এসে বোম বন্দুক দিয়ে লড়াই করছেন। আমাদের কর্মীদের খুন করছেন, চিকিৎসকদের পেটাচ্ছেন।’

Developed by