Breaking
15 Dec 2025, Mon

এজেন্ট না আসায় ভোট শুরু হয়নি দহিজুড়ির শিরশি প্রাথমিক বিদ্যালয়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এজেন্ট না আসায় ভোট শুরু হয়নি দহিজুড়ির শিরশি প্রাথমিক বিদ্যালয়ে। ভোট শুরুর সময় প্রায় পনেরো মিনিট পেরিয়ে গেলেও ২২২ বিধানসভার ১১৫ নম্বর বুথে ভোট শুরু না হওয়ায় ক্ষোভ বাসিন্দাদের। বাইরে লাইনে লম্বা ভীড় পুরুষ ও মহিলাদের। তাঁদের বক্তব্য সেক্টর অফিসারকে জানিয়েও কোন লাভ হয়নি।

Developed by