Breaking
8 Dec 2025, Mon

এক যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপে

জেএনএফ ওয়েব ডেস্ক :-এক যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপে। আক্রান্ত যুবকের নাম চন্দন হালদার বয়স আনুমানিক চব্বিশ বছর। বাড়ি নবদ্বীপ পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের সঞ্জয় মাস্টার লেন এলাকায়। অভিযোগ, বুধবার রাত আনুমানিক আটটা তিরিশ নাগাদ আক্রান্ত ওই যুবক বন্ধুবান্ধবের সাথে কথা বলে সঞ্জয় মাস্টারের লেন এলাকা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারের মধ্যে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পিছন দিক থেকে তাঁর মুখে ওড়না চাপা দিয়ে গলায় ও হাতে ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করে। এছাড়াও বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। এরপর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সম্পূর্ণ ঘটনাটি ফোন করে বন্ধুদের জানায় আক্রান্ত ওই যুবক। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গলায় নয়টি সেলাই পড়ে চন্দন হালদারের। কি কারনে তাঁর ওপর হামলা হলো, বা কে বা কারা এই হামলার সাথে জড়িত সঠিকভাবে কিছুই বলতে পারছেন না আক্রান্ত ওই যুবক। তবে পাঁচ ছয় জন মিলে তাঁর ওপর হামলা চালিয়েছে বলে অনুমান করছেন তিনি । ঘটনার পর হামলাকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই যুবক। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Developed by