Breaking
21 Dec 2025, Sun

এক মহিলার নেতৃত্বে দুই নাবালক বাইক চুরি করছে ঝাড়গ্রাম শহরে, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ যেন ঠিক সিনেমার দৃশ্য! হ্যাঁ এমনই ছবি উঠে এসেছে সিসিটিভির ফুটেজে। আর তাতেই আঁতকে উঠছেন পুলিশ কর্তারাও। গত ২৩ আগস্ট ঝাড়গ্রাম শহরের উত্তর বামদার বাসিন্দা সেক রাজ মহম্মদের অ্যাপাচে আরটিআই বাইকটি চুরি হয় এলাহবাদ ব্যাঙ্কের সামনে থেকে। ওই অভিযোগের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ যে ছবি দেখতে পায়, তাতেই চোখ কপালে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইক চুরির মাষ্টারমাইণ্ড এক মহিলা এবং দুই নাবালক। যারা কিনা চাবি ছাড়াই বাইককে সহজেই চুরি করে নিয়ে পালিয়ে যেতে সক্ষম। ওই মহিলার নাম রীনা দণ্ডপাট আর দুই নাবালক হল রাহুল দণ্ডপাট ও সুমন দণ্ডপাট। রাহুলের বয়স ১৫ এবং সুমনের বয়স ৯। এদের সকলের বাড়ি বেলিয়াবেড়া থানার তপসিয়াতে। তিনজনকেই পুলিশ গ্রেফতার করেছে। ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ রীনা দণ্ডপাটকে তদন্তের স্বার্থে তিনদিনের পুলিশি হেফাজতের পাশাপাশি দুই নাবালককে জুভেনাইল কোর্টে পাঠিয়েছেন বিচারক।

Developed by