Breaking
18 Dec 2025, Thu

একের পর এক ইভিএম খারাপ, চক্রান্তের অভিযোগ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রথম দফার ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই ইভিএম গোলমালের খবর আসছে কোচবিহার কেন্দ্র থেকে। একাধিক ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালেই ইভিএম কারচুরির অভিযোগ আনলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলা শাসককে ফোন করে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কমিশনে ফোন করেও কোনও সাড়া মেলেনি। চক্রান্তের অভিযোগ করে তিনি বলেন, ভোটারদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এদিন ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ভোট দিতে বাধা দিতে চেয়েছিলেন। এমনকী সীমান্ত ছেড়ে বিএসএফ জওয়ানরা ভোটারদের বিরক্ত করছেন বলেও অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের।

Developed by