Breaking
17 Dec 2025, Wed

একুশের আগে জামবনি ব্লকে তৃণমূলের ভিতকে শক্ত করতে সাংগঠনিক বৈঠকে জেলা তৃণমূলের নেতারা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সামনে একুশের নির্বাচন। আর সে দিকেই লক্ষ্য রেখে এগিয়ে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিনপুর এসটি বিধানসভার অন্তর্গত একটি ব্লক হল জামবনি। পঞ্চায়েতে তণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যেখানে বিজেপি ভালো রেজাল্ট করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারনা। সেই ব্লকে আবার লোকসভায় তৃণমূলকে লিড দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বার বার তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ উঠেছে। এবার সেই ব্লকেই নেতাদের একত্রিত করে দলের ভিতকে শক্ত করতেই ঝাড়গ্রাম জেলার তৃণমূলের নতুন পদাধিকারিকরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, জেলা সভাপতি দুলাল মুর্মু, দুই কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, অজিত মাহাত, ব্লক সভাপতি নিশীথ মাহাত, স্থানীয় জেলা পরিষদের সদস্যা শুভ্রা মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল শীট, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গোবিন্দ ডাব প্রমুখ।

Developed by