Breaking
17 Dec 2025, Wed

একলব্য স্কুলের দুই কৃতি পড়ুয়াকে ল্যাপটপ হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানালেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একলব্য স্কুলের দুই কৃতি পড়ুয়াকে ল্যাপটপ হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানালেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের নির্দেশে ঝাড়গ্রাম জেলা প্রশাসন বিশ্ব অদিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে। আইআইটিতে স্থানাধিকারি একলব্য স্কুলের পড়ুয়া দামোদর মুর্মু ও উচ্চমাধ্যমিকে সাঁওতালী ভাষায় যুগ্ম ভাবে প্রথম স্থান আধিকারী বাউড়ি টুডুকে সংবর্ধনা জানিয়ে মন্ত্রী বলেন,’আদিবাসী পড়ুয়াদের পরিচালানা করার দায়িত্ব রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তুলে দিয়েছিল বলেই একলব্য থেকে দু’টো রত্ন পেয়েছি। জয়েন্টে প্রথম হয়েছে আমার বাড়ির ছেলে। আইআইটিতে সুযোগ পেয়েছে। কারোর পদবী সরেন, টুডু, হাঁসদা।’

Developed by