Breaking
16 Dec 2025, Tue

একদিনে সর্বোচ্চ ২৫ জনের করোনা পজেটিভ হওয়ায় ঝাড়গ্রাম জেলা পার করল দু’শোর গন্ডি!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিনে দিনে ঝাড়গ্রাম জেলায় বাড়ছে করোনা সংক্রমণ! রবিবার নতুন ২৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ২০২। রবিবার ২৩ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ২৫ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ২২ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১৩৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৬২ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। এর মধ্যে গোপীবল্লভপুর ২নং ব্লকে ৭ জন ,জামবনি ব্লকে ৬ জন,গোপীবল্লভপুর ১ নং ব্লকে ২ জন, নয়াগ্রাম ব্লকে ২ জন, সাঁকরাইল ব্লকে ২ জন ,ঝাড়গ্রাম ব্লকে ৩ জন এবং ঝাড়গ্রাম শহরে রয়েছেন ৩ জন।

Developed by