Breaking
19 Dec 2025, Fri

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় ঝাড়গ্রামের রাস্তা অন্ধকার থেকে আলোকিত হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় ঝাড়গ্রামের রাস্তা অন্ধকার থেকে আলোকিত হল। ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড় থেকে একলব্য স্কুলের পাশ দিয়ে দুবরাজপুর মোড় হয়ে ঝাড়গ্রাম রাজ কলেজ পর্যন্ত রাস্তা সূর্যের আলো নিভলেই অন্ধকারে ডুব দিত। সেই সুযোগে ওই রাস্তায় চলত অসামাজিক কাজকর্ম। কিন্তু সেই রাস্তায় পথবাতি বসায় এখন আলোকিত সেই পথ। অন্ধকার ভুলে আলোর জোছনায় জ্বলে উঠে ওই রাস্তা। পাশের শালবনের মাঝে পথবাতি আলাদা মাত্র যোগ করে। যে কোন মানুষকেই রোমাঞ্চিত করবে আলোকের এই ঝর্ণা ধারা। রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ১ কোটি ৫ লক্ষ ৭৭ হাজার ২২১ টাকা বরাদ্দ করেছিলেন ওই আলো বসানোর জন্য। যার ফলে অন্ধকার থেকে এখন আলোর পথযাত্রী ওই রাস্তা।

Developed by