Breaking
17 Dec 2025, Wed

ঋণ নিয়ে সবজি চাষ করে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ায় সর্বস্বান্ত চাষীরা

জওয়াদের প্রভাবে টানা দুই দিন ধরে চলছে বৃষ্টিপাত। যার ফলে জমির সবজি জলের তলায়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় নদীয়ার সবজি চাষিরা। নদীয়াজেলা মূলত অন্যান্য জেলার পাশাপাশি চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। নদীয়া জেলায় হাজার হাজার চাষী রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে।নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষীরা ঋন করে জমিতে বেগুন,বাধাকপি,আলু চাষ করেছিলেন । কিন্তু গত দুদিনের এই নিম্নচাপের প্রভাবে অকাল বৃস্টিতে ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক চাষীরা।তারা জানান এরপরও যদি আরও বৃস্টি হয় তাহলে আরো ক্ষতির সম্ভাবনা।শীতের মরসুমে টাকা সমিতি থেকে লোন নিয়ে তা আর পরিশোধ তো দুরের কথা সংসার চালানো দুস্কর।কোথাও কোথাও হাটু সমান জল জমেছে জমিতে। চাষীরা আরও জানান রোদ উঠলেও সব্জী পচে যাবে আর বাজারে সেরকম দাম পাওয়া যাবে না বিক্রি নেই ফলে ফেলে দিতে হবে বেগুন,বাধাকপি ছাড়াও অন্যন্য সব্জী।এক চাষী জানান এই ক্ষতি তারা কোন সুজোগ সুবিধা পান না কোন সরকার থেকে।

Developed by