Breaking
20 Dec 2025, Sat

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে গেল মিউকরমাইকোসিসে আক্রান্ত এক রোগী!

জেএনএফ ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে গেল মিউকরমাইকোসিসে আক্রান্ত চিকিৎসাধীন এক রোগী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে মুর্শিদাবাদের এক মহিলা তার শারীরিক অসুস্থতার জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এরপর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাকে ভর্তি করে নানা পরীক্ষা করা হয়। মিউকরমাইকোসিস রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপরেই ওই মহিলা ইএনটি বিভাগ থেকে পালিয়ে যান। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মেডিকেল ফাঁড়িতে জানানো হয়। অপরদিকে চিকিৎসকরা জানিয়েছেন মিউকরমাইকোসিসে আক্রান্ত ওই রোগীর অস্ত্রোপচার প্রয়োজন।

Developed by