Breaking
8 Dec 2025, Mon

উত্তরপ্রদেশের কৃষক হত্যাকাণ্ডের প্রতিবাদে কোচবিহারে ধিক্কার মিছিল তৃণমূলের

জেএনএফ ওয়েব ডেস্ক :- গতকাল উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র অজিত মিশ্রের গুলি ও গাড়ী চালিয়ে শান্তিপূর্ণ কৃষক মিছিলে নৃশংস ভাবে ৬ কৃষককে হত্যা করে। এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানিয়ে আজ প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরদীঘি চত্বরে একটি ধিক্কার মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।

এই বিষয়ে জেলা কৃষক সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ বলেন, উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র অজিত মিশ্রের গুলি ও গাড়ী চালিয়ে দেয় যাতে করে সেখানে থাকা প্রায় ৩০ জন কৃষকের ওপর দুয়ে গাড়ি চলে যায়। এর ফলে ৬ কৃষক সেখানেই মৃত্যু বরন করেন। এই নৃশংস হত্যা কাণ্ডের প্রতিবাদে এই মিছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ্-র নেতৃতে এই হত্যা কাণ্ড ঘটানো হয়েছে। অবিলম্বে প্রধান মন্ত্রীর পদত্যাগ চাই।”

Developed by