Breaking
13 Dec 2025, Sat

ইউ.এ.এল বেঙ্গল ইনডাস্ট্রিজর উদ্যোগে রক্তদান শিবির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়াতে ইউ.এ.এল বেঙ্গল ইনডাস্ট্রিজর উদ্যোগে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল এবং গোপীবল্লভপুর হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ইউ.এ.এল বেঙ্গল ক্লাব হাউস প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজক কর্তারা ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে এই শিবিরের আয়োজন করেছিলেন এবং এই শিবিরে স্বেচ্ছায় স্টাফ, কর্মচারী অনেকেই রক্তদান করেন এবং উল্লেখযোগ্য ভাবে ওখানকার সৃজনী মহিলা ক্লাবে ১১ জন মহিলা সদস্য রক্তদান করতে স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন।ইউ.এ.এল. বেঙ্গল ইনডাস্ট্রিজর জেনারেল ম্যানেজার সুনীল কুমার পান্ডে বলেন,’এই কোভিড পরিস্থিতিতে রক্তের যোগান যাতে কমে না যায় সে জন্য আমরা ঝাড়গ্রাম জেলা হাসপাতাল এবং গোপীবল্লভপুর হাসপাতালে সাথে যোগাযোগ করে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং ভবিষ্যতেও আমরা এরকম শিবির আয়োজন করব।”

Developed by