Breaking
18 Dec 2025, Thu

ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে কুয়াশার চাদরে ঢেকে গেলো জলপাইগুড়ি

সোমবার সপ্তাহের প্রথম দিনে ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে বয়ে চলা ঠান্ডা হাওয়ার কারণে অনেকটাই ব্যাহত হলো জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন, পারদ 11 ডিগ্রির আশপাশে থাকলেও, হিমেল হাওয়া এবং কুয়াশার আড়ালে সূর্য এই দুইয়ে মিলে জানুয়ারি মাসের তিন তারিখে ঠান্ডার প্রকোপ বেশ ভালোই উপলব্ধি করছে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের মানুষ।
যদিও এরই মধ্যে জীবিকার টানে বাইরে বেরিয়ে পরেছে অনেকেই, কোথাও আবার আগুন জ্বালিয়ে শরীরটাকে একটু গরম করে নিতেও দেখা গেলো, বেলা বাড়লেও রোদের দেখা নেই।

Developed by