Breaking
8 Dec 2025, Mon

আশ্বাসের ১৫ ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় যুবক খুনে মূল অভিযুক্ত এনভিএফ কর্মী সহ দুজনকে গ্রেফতার হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আশ্বাসের ১৫ ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় যুবক খুনে মূল অভিযুক্ত এনভিএফ কর্মী সহ দুজনকে গ্রেফতার হল। গত বুধবার গভীর রাতে গোপীবল্লভপুরের হাতিবাড়ি থেকে এনভিএফ বিশ্বজিৎ প্রধান ওরফে ন্যাড়া এবং ও লোধাশুলি থেকে শুভঙ্কর সাউ ওরফে লিপ্পিকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
পুলিশ অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয় দু’জনকে। পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে এবং বাকি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আবেদন করেন। সরকারি আইনজীবী পবিত্রকুমার রানা বলেন,‘বিচারক জামিন খারিজ করে খুনের ঘটনার তদন্তের জন্য ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর দু’জনকে ফের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।’

Developed by