Breaking
12 Dec 2025, Fri

আলু ও সব্জী চাষে ব্যাপক ক্ষতি হাতির দলের, লালগড়ের জিরাপাড়ায় পথ অবরোধ বাসিন্দাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আলু ও সব্জী চাষে ব্যাপক ক্ষতি হাতির দলের, লালগড়ের জিরাপাড়ায় পথ অবরোধ বাসিন্দাদের। পথ অবরোধের ফলে ধেঁড়ুয়া-লালগড় রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় তিনশো বিঘা জমির আলু, আখ ও সব্জী চাষের ক্ষতি হয়েছে। অভিযোগ, প্রায় ৩০টি হাতির দল গত তিন চারদিন ধরে রাত হলেই লালগড়ের জঙ্গল থেকে বেরিয়ে ধরমপুর অঞ্চলে জিরাপাড়া, ঝাটিয়াড়া, গোহমিডাঙা, মূলাপাড়া, জিরাকুলি, কদমকুন্ডি, দোমোহানি, দামুজানা, ডিংলা, বহড়াবনি, গোয়ালডাঙা গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করছে। এদিন সকাল আটটা থেকে জিরাপাড়ায় পথ অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে এসে মেদিনীপুরের এডিএফও পূরবী মাহাতো আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।

Developed by