Breaking
20 Dec 2025, Sat

আর্মি ইন্টেলিজেন্ট ও বীজপুর থানার তৎপরতায় গ্রেপ্তার ৫ জন, উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার সাপের বিষ!

জেএনএফ ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে আর্মি ইন্টেলিজেন্ট ও বীজপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিষধর কোবরা সাপের বিষ। এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে আটক করে বীজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মিলিটারি ইন্টেলিজেন্ট ও বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়া কাঁপামোড় থেকে আটক করে। ধৃতরা প্রত্যেকেই নদীয়া ও হুগলির বাসিন্দা। অভিযুক্তরা হলেন আখতারুজ্জামান (২৬), নদীয়ার বাসিন্দা গণেশ মণ্ডল (৩৫), রানাঘাট দেবাশিস মজুমদার (২৫),
শান্তিপুর সুজিত বর্মন (৩৫), রাম চন্দ্র ঘোষ (৩৬) ভীমপুর থানা। ইতি মধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। আটক করা হয়েছে একটি xuv500 গাড়ি যার নাম্বার হলো:WB 02AB3224.

Developed by