Breaking
8 Dec 2025, Mon

আম-কাঁঠালের নেশায় বুদ হাতি, তান্ডব চালাচ্ছে বিভিন্ন গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে গজরাজ যে তাণ্ডব অব্যাহত। ঝাড়গ্রামে আম-কাঁঠালের গন্ধে বুদ এখন হাতির দল। বিভিন্ন দিক থেকে হাতির পাল তারা এসে এই সমস্ত এলাকায় ভিড় জমাচ্ছে ফলের টানে বৃহস্পতিবার সকাল বেলায় হাতির পাল শাবক নিয়ে তান্ডব চালায়, আতঙ্কে গ্রামবাসীরা।

Developed by