Breaking
14 Dec 2025, Sun

আমরা হেরেও শিক্ষা নেওয়ার মত দলীয় কর্মী: রাজু বিস্তা

মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে আমরা হেরেও শিক্ষা নেওয়ার মত দলীয় কর্মী। দিনহাটার ৪১৩ বুথের মধ্যে মাত্র ১৫টি বুথে আমরা এজেন্ট দিতে পেরেছি এটাই প্রমাণ যে পশ্চিমবঙ্গ কেমন সন্ত্রাস চলছে। আর এই হারের এক মাত্র কারণ আমাদের কর্মীদের বুধে বসতে দেওয়া হয়নি। আমাদের যে ভোটার রয়েছে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। আমার মনে হয় সময় থাকতে পশ্চিমবঙ্গের মানুষ যদি জেগে যায় তবে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারব।

Developed by