Breaking
20 Dec 2025, Sat

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে ঘেরাও করলেন গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করলেন গ্রামবাসীরা। এদিন দুপুরে নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রায় তিন ঘন্টা ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। প্রায় ৩০০ জন গ্রামবাসীর আবাস যোজনার প্রথম লিস্টে নাম থাকলেও পরের লিস্টে নাম নেই তাদের।’ এই অভিযোগে ঘেরাও করে রাখে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন।

Developed by