Breaking
8 Dec 2025, Mon

আবার পশ্চিম মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন। আর এই জন্মদিনে বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই প্রথম আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে বীরসিংহ গ্রামের সভাস্থল ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল। এ ব্যাপারে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে এই গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রথম তিনি এই গ্রামে আসছেন। আজ জেলাশাসক, শিক্ষা বিভাগের সম্পাদক ও অন্যান্য আধিকারিকরা এসেছেন অনুষ্ঠান নিয়ে মত বিনিময় করার জন্য। প্রাথমিক আলোচনা করা হয়েছে। তবে এখনও বাকি আছে। আর এই অনুষ্ঠানের সূচনা হবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ এবং সমাপ্তি হবে ২০২০ সালে।’

Developed by