Breaking
1 Jan 2026, Thu

আপনারা মমতার পা ভেঙেছেন,জনগন আপনাদের মাজা ভাঙবে : অভিষেক বন্দোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াগ্রাম এলাকায় নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। প্রকাশ্য সমাবেশে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বিজেপির নাম না করে বলেন, আপনারা মমতার পা ভেঙেছেন জনগণ আপনাদের মাজা ভাঙবে। জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তা আগামী ২ মার্চ প্রমাণিত হবে। তাই ২৭ মার্চ থেকে বিজেপিকে উৎখাত করার কর্মযজ্ঞ বাংলায় শুরু হবে।

Developed by