Breaking
30 Dec 2025, Tue

আন্তঃরাজ্য বাইক চুরির চক্রের হৃদিশ পেল ঝাড়গ্রাম জেলা পুলিস, গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত ১০টি বাইক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:
আন্তঃরাজ্য বাইক চুরির& চক্রের হৃদিশ পেল ঝাড়গ্রাম জেলা পুলিস। ভিন রাজ্যের ১০ টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিস। ওই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, পাপুন ফৌজদার ও সুকুমার গোয়ালা । পাপুনের বাড়ি বিনপুর থানার ছোট শুকজোড়া গ্রামে। আর সুকুমার গোয়ালার বাড়ি বেলপাহাড়ি থানার ঢাঙ্গিচুয়া গ্রামে। কিছুদিন আগে বিনপুর থানার পুলিস সোর্স মারফত খবর পায় এলাকায় চোরাই বাইক এলাকায় ঢুকছে। তারপর দুজনকে জেরা করে মোট১০টি বাইক বাজেয়াপ্ত করেছে। ঝাড়গ্রামের পুলিস সুপার অরিজিৎ সিনহা বলেন, আমরা আন্তঃরাজ্য বাইক চুরির চক্রের হৃদিশ পেয়েছি। জেরা করে জানতে পেরেছি, এরা ঝাড়খন্ড এবং ওডিশা থেকে চোরাই বাইক এনে এখানে বিক্রি করত। এই চুরির চক্রে আরও কারা জড়িত রয়েছে তাঁদের খোঁজ চলছে।

Developed by