Breaking
18 Dec 2025, Thu

আধার কার্ড বানাতে ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :- আধার কার্ড বানানো জন্য হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে। শহরের বড় পোস্ট অফিস মোড়ে এক জেরক্সের দোকানের ব্যবসায়ী টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠল। এক হাজার টাকা দিয়েও আধার কার্ড হাতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন এক বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দোকানের মালিক স্বপন সরকারের সঙ্গে বচসা বেধে যায় সারদা পল্লীর বাসিন্দা নেপাল বিশ্বাসের। অভিযোগ, দুটি আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য ওই দোকানের ব্যবসায়ী এক হাজার নিয়েছিলেন নেপালের কাছ থেকে। বার বার ঘুরিয়ে দেওয়া হচ্ছিল নেপালকে বলে অভিযোগ। অন্যদিকে ওই দোকান থেকে সরকারি প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম বিক্রি করার অভিযোগ উঠেছে। নেপাল বলেন,” আমার কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হয়েছে আধার কার্ড বানানোর জন্য। কিন্তু এখনো আধার কার্ড দেওয়া হয়নি। বার বার ঘুরিয়ে যাচ্ছেন। যদিও অভিযুক্ত ব্যবসায়ী স্বপন সরকার বলেন, আমার কাছে টাকা দিয়েছে আমি অন্য আরেকজনকে টাকা দিয়েছি। “এদিকে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সরকারি প্রকল্পের জন্য কোন টাকা লাগে না। যারা র্ফম বিক্রি করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Developed by