Breaking
22 Jan 2026, Thu

আড়িপাতা বিতর্কে বোসের অ্যাকশন, রাজভবন-রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় পুলিস!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- রাজ্য রাজনীতিতে নবান্ন-রাজভবন সংঘাত এক চেনা অধ্যায়৷ একাধিক ইস্যুতে বারবার সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ৷ রাজ্যের সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধানের সম্পর্ক বেশ তিক্ত৷ সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপচার্য নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা৷ এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজভবনের উপর নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ৷ সেই অভিযোগেই এবার রাজভবন থেকে পুলিশ হঠানোর সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের রেসিডেন্সিয়াল কিংবা অফিসিয়াল চত্বরে থাকবে না কোনও উর্দিধারী। তার পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অথবা সিআরপিএফ৷ 

রাজভবনের তিনতলা থেকে অনেক আগেই কলকাতা পুলিশকে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে দোতলা এবং নিচতলার নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতেই। তবে এবার সেখান থেকেও রাজ্য পুলিশকে সরাতে চাইছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে এই সুপারিশ করা হয়েছে। রাজ্যপালের অভিযোগ, পুলিশ রাজভবনে নজরদারি চালাচ্ছে। সেই নজরদারি রুখতেই এহেন পদক্ষেপ বোসের। রাজ্যপালের বর্তমান সুপারিশ মাফিক এবার থেকে শুধুমাত্র রাজভবনের প্রবেশপথ এবং বাগানের নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ৷

Developed by