Breaking
8 Dec 2025, Mon

আগামী ২ জানুয়ারী থেকে ঝাড়গ্রাম শহরে হবে জঙ্গলমহল উৎসব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত জঙ্গলমহল উৎসব হবে ঝাড়গ্রাম শহরে। বুধবার জেলাশাসকের অফিসে এক বৈঠকে যোগ দেওয়ার পর জানান গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আটদিন ধরে চলবে এই উৎসব। মন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চল ছাড়াও অনান্য জেলার জনজাতি সংস্কৃতিকে তুলে ধরার জন্য। এদিনের বৈঠকে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদা, বিধায়ক চূড়ামণি মাহাত ছড়াও বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

Developed by